Breaking







Friday, October 14, 2022

PSC Clerk Previous Year English to Bengali Translation ( 1998-2009)

PSC Clerk Previous Year English to Bengali Translation 

( 1998-2009)







1. My only thought was how I would improve my mother-tongue. A man have many dreams,but I had that only dream.My strong conviction was that the richer a nation's mothertongue is,the more prosperous and undying the nation is. I used to think, "If I can anyway make my mother like mothertongue rich and properous,the mission of my life will be fulfilled.      ( Psc Clerk - 2009)

বঙ্গানুবাদ : আমার একমাত্র চিন্তা ছিল কিভাবে আমি আমার মাতৃভাষার উন্নতিসাধন করতে পারবো। একজন মানুষের অনেক স্বপ্ন থাকতে পারে,কিন্তু এটাই ছিল আমার একমাত্র স্বপ্ন। আমার দৃঢ় বিশ্বাস যে একটি জাতির মাতৃভাষা যত সমৃদ্ধ হবে সেই জাতি ততই উন্নতিশীল ও দীর্ঘজীবী হবে। আমি প্রায়শঃই ভাবতাম, "যদি আমি কোনওভাবে আমার মায়ের মতো মাতৃভাষাকে সমৃদ্ধ ও উন্নততর করতে পারি তবে আমার জীবনের ব্রত সার্থক হবে।"

2. The crowning glory of the origin of Shahjahan is the Taj Mahal at Agra. It is looked upon as one of the seven wonders of the world. Everyone who has looked at,whether in daytime or on a moonlight night when its beauty is enhanced,has marvelled at it.The Taj Mahal moves the heart, delights the eye,stirs up the imagination and fills the soul with peace.    (PSC Clerk - 2009)

বঙ্গানুবাদ : আগ্রার তাজমহল শাহজাহানের রাজত্বের এক গৌরবময় মুকুট। এটিকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বলে পরিগণিত করা হয়। যিনিই এর দিকে তাকিয়েছেন, তা সে দিনের আলোয় হোক বা চন্দ্রালোকিত রাতে,যখন এর সৌন্দর্য আরও স্ফুরিত হয়, তাঁরা প্রত্যেকেই অপার বিষ্ময়ে আপ্লুত হবেনই। তাজমহল আমাদের হৃদয়কে স্পন্দিত করে, দৃষ্টিকে আপ্লুত করে, কল্পনাকে প্রসারিত করে এবং অন্তরাত্মাকে শান্তিতে ভরিয়ে দেয়।

3.A number of heroes and great men were born in this beautiful great India. As a result of their efforts and endeavour this country now reached this stage. we also seen that thousands of people sacrificed their lives in the fight for freedom and have smilingly mot the gallows.They gave up their own lives to save others. They did their duties bravely and they were great heroes.It is these heroes who made our country and nation great and immoral.This country is now in your hands.It is you who will make this country more advanced and far greater.           ( PSC Clerk - 2007)

বঙ্গানুবাদ : এক সুন্দর এবং মহান ভারতবর্ষের অগণিত বীর এবং মহিয়সী মানুষ জন্ম গ্রহন করেছেন। আজকের ভারতবর্ষ সেই সমস্ত মহাত্মাদের উদ্যোগ আর যত্নের ফসল। আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ স্বাধীনতার জন্য লড়াইয়ে তাঁদের প্রাণ উৎসর্গ করেছেন আর হাসিমুখে ফাঁসিকাঠে তুচ্ছ জ্ঞানে প্রহন করেছেন। অন্যের জন্য তাঁরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন। সেইসব বীরসন্তানেরা তাঁদের দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করে গেছেন। এঁরাই সেই সকল বীর সন্তান যাঁরা আমাদের দেশও জাতিকে মহান এবং শাশ্বত রূপ প্রদান করেছেন। এই দেশ এখন তোমাদের হাতে। তোমরা হলে সেই সব দেশবাসী যারা এই দেশকে আরো প্রগতিশীল ও উন্নততর করে তুলবে।

4. Children  never go to fight a war,yet every war brings the greatest misery to them. Even before the war begins, they begin to suffer, because their fathers and brothers leave all their work in order to go to fight.There is less food and homes are uncared for. Then in the battlefields,every bullet that kills a soldier takes away from some child the one person who led him and look after them.           ( PSC Clerk - 2006)

বঙ্গানুবাদ : শিশুরা কখনোই যুদ্ধ করতে যায় না, তবু যুদ্ধ তাদের জন্য চরম দুর্দশা বয়ে আনে। এমনকি যুদ্ধ শুরুর আগেই তাদের ভোগান্তি শুরু হয়। কারণ তাদের বাবা,দাদারা তাঁদের সমস্ত কাজকর্ম ছেড়ে যুদ্ধে সামিল হতে চলে যান। খাদ্যাভাব আর পরিচর্যাহীন বাসস্থান পড়ে টগকবে। এরপর যুদ্ধক্ষেত্রে, প্রত্যেকটি বুলেট যে সৈনিকের মৃত্যু ঘটায় তা আসলে একটি শিশুর কাছ থেকে এমন একজনকে কেড়ে নেয় যিনি আসলে ঐ শিশুর যত্নশীল অভিভাবক।

5. Alibaba had heard and seen all that the robbers had done.So, when the robbers left he came down from the tree made his way through the bushes to the mouth of the cave and uttered like the robber chief, "Open sesame". At once the door flung open. Alibaba got the surprise of his life when he saw a large cavem where there rich bales of skills and fine carpets, and heaps of gems,jewels,gold and silver. Alibaba entered into the cave and as soon as he did so,the door shut by itself.            (PSC Clerk - 2004)

বঙ্গানুবাদ : ডাকাতেরা যা কিছু করেছিল,আলিবাবা সে সব কিছুই দেখেছিল ও শুনেছিল। তাই ডাকাতরা চলে যাওয়ার পর সে গাছ থেকে নেমে ঝোপ-জঙ্গলের ভেতর দিয়ে গুহার মুখের কাছে এল এবং ডাকাত সর্দারের মতো চিৎকার করে বললো "চিচিং ফাঁক"। তৎক্ষণাৎ দরজা খুলে গেল। আলিবাবা প্রথমবার এতখানি বিস্মিত হলেন যখন তিনি দেখলেন বিশাল গুহা বস্তা বস্তা সিল্ক, কার্পেট আর স্তূপকার রত্ন,অলঙ্কার ও সোনা রুপোতে পরিপূর্ণ। আলিবাবা সেই গুহার মধ্যে প্রবেশ করলেন এবং তৎক্ষণাৎ দরজা আপনা-আপনি বন্ধ হয়ে গেল।

6. It was the month of July. The rivers were full and turbulent and the road was slippery and muddy. Undaunted Vidyasagar set out on foot, but he had to hault for the night at a village twenty-six miles from his home. Next morning he got  up very early and proceeded on his way. Coming to the river Damodar, he found the ferry boat on the opposite side. Such as his longing to see his mother that he would not wait,but plunged into the river and succeeded by God's grace in swimming across.     ( PSC Clerk - 2003 )

বঙ্গানুবাদ : সেটা ছিল জুলাই মাস । নদীগুলি পরিপূর্ণ আর উত্তাল ছিল এবং রাস্তা ছিল কর্দমাক্ত আর পিচ্ছিল। নাছোড় বিদ্যাসাগর পদব্রজেই যাত্রা করলেন,কিন্তু তাঁর বাড়ি থেকে ২৬ মাইল দূরে একটি গ্রামে তাঁকে রাত কাটাতে হল।  পরের দিন খুব ভোরে তিনি উঠে পড়লেন এবং আবার যাত্রা আরম্ভ করলেন। দামোদরের কাছে পৌঁছে তিনি দেখলেন পারাপারের নৌকা অপর পারে চলে গেছে। তাঁর মা'কে দেখবার জন্য তিনি এতটাই উদগ্রীব ছিলেন যে তিনি আর অপেক্ষা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়লেন এবং ঈশ্বরের কৃপায় সাঁতরে পেরিয়ে যেতে সফল হলেন।

7. Australia's cricket lovers and critics were united in their praise for India following their amazing victory over Australia in the kolkata Test. They did not discuss much on their first test defeat since 1999. But they said India's shock win had breathed new life into the game. Australian Cricket writers described India's incredible performance as the greatest come back in cricket history and said the Australians could take consolation from being involved in the greatest match of all time. In the Australian newspapers were no excuses for the loss,just applause for the Indian's incredible victory.          ( PSC Clerk - 2002)

বঙ্গানুবাদ :  অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমী ও সমালোচকগণ কলকাতা টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের আশ্চর্যজনক জয়ের পর একত্রে ভারতের প্রশংসা করেছিলেন। তাঁরা ১৯৯৯ সালের পর এই প্রথম হার নিয়ে খুব একটা আলোচনা করছিলেন না । কিন্তু তাঁরা বলেছিলেন ভারতের এই অপ্রত্যাশিত জয় এই খেলাটির মধ্যে নব-জীবন সঞ্চারিত করেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট লেখকরা ভারতের এই অসামান্য কৃতিত্বকে ক্রিকেটার ইতিহাসে ঘুরে দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ উদাহরণ হিসাবে বর্ণনা করেছেন এবং আরও মন্তব্য করেছেন - অস্ট্রেলিয়াবাসী এই ভেবে সান্ত্বনা পেতে পারেন যে তাদের দেশ সর্বকালের সেরা এই ম্যাচটিতে অংশগ্রহণ করেছিল। অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলিতে তাদের হারের জন্য কোনও অজুহাত দেখানো হয় নয় বরং ছিল শুধু ভারতের এই অবিশ্বাস্য জয়ের প্রশংসা ।

8. The Mississippi is well worth reading about,it is not a common place river,but on the country it is always remarkable. Considering the Missouri its main branch,it is the longest river in the world,four thousand three hundred mikes. It seems safe to say that it is also the crookedest river in the world. It discharges three times as much water as the St. Lawrence,twenty-five times as much as the Rhine and three hundred and thirty-eight times as much as the Thames. No other river has so vast a drainage basin,it drawn its water supply from twenty-eight states and territories. It is a remarkable river in this,that instead of widening towards its mouth,it grows narrower and deeper.                ( PSC Clerk - 2000)

বঙ্গানুবাদ : মিসিসিপি সম্বন্ধে পড়াশোনার যথেষ্ট উপকরণ রয়েছে। এটি একটি সাধারণ নদী নয়,পক্ষান্তরে বলা যায় এটা সর্বদাই সবিশেষ উল্লেখযোগ্য। মিসৌরি নদীকে এক মুখ্য শাখা ধরলে তা বিশ্বের দীর্ঘ্যতম নদী যার দৈঘ্য প্রায় চার হাজার তিনশ মাইল। একথা নিশ্চিন্তে বলা যায় যে, এটি পৃথিবীর সবচেয়ে আঁকাবাঁকা নদী। এর জলবহন ক্ষমতা সেন্ট লরেন্সের থেকে তিন গুণ,রাইন নদীর তুলনায় পঁচিশ গুন আর টেমসের তুলনায় তিনশত আটত্রিশ গুন। এর মতো সুবিস্তৃত অববাহিকা অন্য কোনও নদীর নেই,মোট আঠাশটি রাজ্য ও অঞ্চলের জল এই নদী বহন করে। আর একটি কারণে এটি উল্লেখযোগ্য যে, এটি মোহনার দিকে চওড়া হওয়ার পরিবর্তে ক্রমশঃ সংকীর্ণতর ও আরও গভীর হয়েছে।

9. Turning back, he asked the pundits about the method they followed in instructing the bird.It was shown to him. He was immensely impressed.The method was so stupendous that the bird looked ridiculously unimportant in comparison The Raja was satisfied that there was no flaw in the arrangments. As far any complaint from the bird itself,that simply could not be expected.Its throat was so completely chocked with the leaves from the books that it could neither whistle nor whisper.It sent a thrill through one's body to watch the process.     (PSC Clerk - 1999)

বঙ্গানুবাদ : তিনি পেছন ফিরে,পন্ডিতদের জিজ্ঞাসা করলেন পাখিটিকে কি পদ্ধতিতে শিক্ষা দেওয়া হচ্ছে। তাঁকে পদ্ধতিটি দেখানো হল। তিনি অত্যন্ত খুশি হলেন। পদ্ধতিটি এতই বিস্ময়কর ছিল যে তুলনামূলক ভাবে পাখিটিকে হাস্যকর ভাবে গুরুত্বহীন মনে হচ্ছিল। রাজামশায়,ব্যবস্থাপনার মধ্যে যেকোনো ত্রুটি নেই,সে ব্যাপারে নিশ্চিত ছিলেন। এটা কোনওমতে ভাবা যায় না যে পাখিটির দিক থেকে কোনও বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে। তার গলা বই এর পাতা দিয়ে এমনই ঠাসা ছিল যে পাখিটি না পারত ডাকতে না পারত সামান্য শব্দ করতে। যে কেউ এ ধরণের পদ্ধতি চাক্ষুষ করলে তার শরীরে শিহরণ জাগবেই।

10. It is the greatest tragedy of our time that Netaji did not live to see India attaining independence,as he was one if the very important architects of this. Today we are independent politically, no doubt, but at what cost and what are our hopes for the future.Independence came at the cost of the partition of the subcontinent first into two parts and now into three.Yet the conditions which led to the partition are still present to haunt us and our future generations.This is sad reflection on the policies of our leaders. Netaji warned them that partition would not solve our problem but create new ones.     (PSC Clerk - 1998)

বঙ্গানুবাদ : এটা আমাদের সময়কার সব চেয়ে দুঃখজনক ঘটনা যে নেতাজী যিনি ভারতের স্বাধীনতা লাভের অন্যতম স্থপতি ছিলেন, তিনি ভারতবর্ষের স্বাধীনতা লাভের ঘটনা দেখে যেতে পারলেন না। নিঃসন্দেহে আজ আমরা রাজনৈতিকভাবে স্বাধীন কিন্তু কিসের বিনিময়ে আর ভবিষ্যতের আশাই বা কি । স্বাধীনতা এসেছিল দেশভাগের মাধ্যমে,প্রথমে এই উপমহাদেশ দুভাগে বিভক্ত হল এখন তা তিন ভাগে বিভক্ত। যে কারণে দেশ ভাগ হয়েছিল তা আজও আমাদের কাছে দু:স্বপ্নের মতো, ভবিষ্যত প্রজন্মের কাছেও তাই থাকবে । এটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের নীতির দুঃখজনক পরিণতি মাত্র। নেতাজী তাঁদের সতর্ক করে দিয়েছিলেন যে দেশ ভাগ সমস্যার কোনও সমাধান হতে পারে না,বরং তা নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।



No comments:

Post a Comment